আর্কাইভ থেকে ক্রিকেট

আবারো সিংহাসন পুনরুদ্ধার করলেন উইলিয়ামসন

আইসিসি টেস্ট ব্যাটিং ব়্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে উঠলেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। সবশেষ প্রকাশিত আইসিসি ব়্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে দুই থেকে শীর্ষস্থানে উঠে এসেছেন কিউই অধিনায়ক।

সাউদাম্পটনে ভারতের বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দুই ইনিংসে যথাক্রমে ৪৯ ও অপরাজিত ৫২ রানের ইনিংস খেলে নিউজিল্যান্ডকে চ্যাম্পিয়ন করার পথে সামনে থেকে নেতৃত্ব দেন কেন উইলিয়ামসন। ফলে ইতিহাসের প্রথম ক্যাপ্টেন হিসেবে টেস্টের বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করেন তিনি। এবার ব্যাট হাতে ব্যক্তিগত এই সাফল্যের স্বীকৃতি মিলল আইসিসি ব়্যাঙ্কিংয়েও।

আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার সদ্য প্রকাশিত টেস্ট ব়্যাঙ্কিংয়ে বিশ্বের এক নম্বর ব্যাটসম্যানের মুকুট পুনরুদ্ধার করেন উইলিয়ামসন। তিনি সিংহাসন ছিনিয়ে নেন স্টিভ স্মিথের কাছ থেকে। ক’দিন আগেই উইলিয়ামসনকে সরিয়ে বিশ্বের এক নম্ব টেস্ট ব্যাটসম্যানে পরিণত হয়েছিলেন স্মিথ। আপাতত অজি তারকা পিছিয়ে গেলেন দুই নম্বরে।

মার্নাস ল্যাবুশান ব্যাটসম্যানদের তালিকার তিন নম্বর জায়গা ধরে রেখেছেন। বিরাট কোহলিও আগের মতোই চার নম্বরে রয়েছেন।

এএ

এ সম্পর্কিত আরও পড়ুন