আর্কাইভ থেকে ক্রিকেট

ঢাকার বিপক্ষে কুমিল্লার সংগ্রহ ১৬৪

বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএলে ঢাকার দ্বিতীয় পর্ব শুরু হয়েছে আজ। দিনের দ্বিতীয় খেলায় ঢাকার বিপক্ষে মাঠে নেমেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। টচ হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৬৪ রান সংগ্রহ করেছে  কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

 

মিরুপুরে টচ জিতে ঢাকার অধিনায়ক নাসির হোসেন ব্যাটিং করতে পাঠান কুমিল্ললাকে। ব্যাট করতে নেমে মাত্র ৪ রানের মাথায় রিজওয়ানকে হারায় কুমিল্লা। এরপর অধিনায়ক ইমরুল কায়েস ও লিটন দাস মিলে চালাতে থাকেন ব্যাট। ২০ বলে ২০ রানের ইনিংস খেলে নাসির হোসেনকে তুলে মারতে গিয়ে বাউন্ডারিতে ক্যাচ হন লিটন দাস ।

 

মাঝে কিছুটা সময় দলকে ভরসা দিয়েছেন অধিনায়ক ইমরুল কায়েস আর জনসন চার্লস। ইমরুল ২২ বলে ২৮ আর চার্লস ২৫ বলে ৩২ করে আউট হন। মোসাদ্দেক হোসেন করেন ১১ বলে ৯। শেষ সময় এসে ঝড় তোলেন খুশদিল আর জাকের। খুশদিল আউট হলেও ইনিংসের শেষ বল পর্যন্ত খেলেছেন জাকের।

ঢাকার অধিনায়ক নাসির হোসেন নেন ২ টি উইকেট।

আরও পড়ুনঃ মক্কার গ্র্যান্ড মসজিদের সাবেক ইমামের সঙ্গে মেসি!

এ সম্পর্কিত আরও পড়ুন