আর্কাইভ থেকে ফুটবল

ভিনিসিয়াসের আরও সম্মান চাই!

নিজেদের চিরচেনা পারফম্যান্স দেখাতে পারছে রিয়াল মাদ্রিদ। ভিয়ারিয়ালের বিপক্ষে হারের পর সবশেষ অ্যাটলেটিকো বিলবাওয়ের বিপক্ষে জয়ের দেখা পেলে মাদ্রিদ। দল জয় পেলেও ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র  নিজেকে মেলে ধরতে পারেননি সেভাবে।

কিন্তু কোচ কার্লো আনচেলত্তি চোখে ভিনিসিয়াস এখনো একজন দুর্দান্ত ফুটবলার। কিন্তু তাকে সবাই অসম্মান করে। প্রতিদ্বন্দ্বী খেলোয়াড়, রেফারি এবং প্রতিদ্বন্দ্বী সমর্থক সবাই তাকে অসম্মান করে। আমরা তার জন্য আরও সম্মান চাই।

 

লা লীগায় রোববারের ম্যাচে অ্যাটলেটিকো বিলবাওয়ের বিপক্ষে ২-০ গোলে জিতেছে রিয়াল। শুরুর একাদশ থেকেই খেলেছেন ভিনিসিয়াস। কিন্তু ম্যাচে প্রভাব ফেলতে পারেনি সেভাবে। ৮৩তম মিনিটে তাকে তুলে নেন কোচ।

এই ম্যাচে মোট ছয়বার ফাউলের শিকার হন ২২ বছর বয়সী এই ফুটবলার, যা এই ম্যাচে সর্বোচ্চ। বারবার ফাউলের শিকার হওয়ায় ক্ষুব্ধ কোচ আনচেলত্তি।

 

আনচেলত্তি বলেন, “সবাই তাকে আঘাত করে, প্রতিপক্ষ খেলোয়াড়, তাদের সমর্থক এবং এমনকি রেফারিও তার বিপক্ষে সিদ্ধান্ত নেয়। প্রতিবারের মতো আজ রাতেও তাকে বারবার ফাউল করা হয়েছে। আমরা তার জন্য আরও সম্মান চাই।”

উল্লেখ্য, এর আগেও অনেকবার বর্ণবাদের শিকার হয়েছিলেন ভিনিসায়স। তার নাচকে বানর নাচের সাথে তুলনা করা হয়েছিল। এমনি ম্যাচ শেষে তাকে উদ্দেশ্য করে বোতলও ছুড়ে মেরেছিল দর্শকরা।

 

এ সম্পর্কিত আরও পড়ুন