আর্কাইভ থেকে এশিয়া

১২ ঘণ্টা পর পাকিস্তান ফিরে পেলো আলো

মারাত্মক বিদ্যুৎ বিপর্যয়ের ১২ ঘণ্টা পর সংযোগ চালু হয় পাকিস্তানের বিভিন্ন এলাকায়।

সোমবার (২৩ জানুয়ারি) রাতে ইসলামাবাদ, বেলুচিস্তানের কিছু জায়গায় বিদ্যুৎ ফেরে বলে পাকিস্তানের গণমাধ্যম দ্য ডনের এক প্রতিবেদন থেকে জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, এখনও চলছে সংযোগ চালুর কাজ। রাতভর কাজ করেছে বিদ্যুৎ বিভাগের কর্মীরা। সোমবার সকাল সাড়ে সাতটার দিকে হঠাৎ দেশজুড়ে দেখা দেয় বিদ্যুৎ বিভ্রাট। অন্ধকারে পতিত হয় লাহোর, করাচিসহ প্রায় গোটা দেশ। দুর্ভোগের কবলে পড়ে ২২ কোটি জনগোষ্ঠীর প্রায় ৮০ ভাগই। অফলাইনে চলে যায় হাজার হাজার মোবাইল ফোন টাওয়ার। বন্ধ হয়ে যায় ইন্টারনেট সংযোগ।

সোমবার বিকেলে ন্যাশনাল পাওয়ার কন্ট্রোল সেন্টার (এনপিসিসি) পরিদর্শনে যান বিদ্যুৎমন্ত্রী খুররাম দস্তগীর। তিনি জানান, যান্ত্রিক ত্রুটির কারণে বিপর্যয় তৈরি হয় ন্যাশনাল গ্রিডে। এ ঘটনায় তদন্তের নির্দেশ দেন তিনি।

পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে বিশাল এ বিদ্যুৎ বিভ্রাটের কারণ ব্যাখ্যা করে বিদ্যুৎমন্ত্রী বলেন, মূলত শীতকালে বিদ্যুতের চাহিদা কম থাকায় রাতের দিকে আমরা বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা সাময়িকভাবে বন্ধ রাখি। তবে সোমবার সকালে আবারও তা চালু করতে গেলে কম্পাঙ্ক এবং ভোল্টেজের তারতম্যের কারণে একে একে ইউনিটগুলো বন্ধ হতে শুরু করে।

এ সম্পর্কিত আরও পড়ুন