পেট ঠাণ্ডা তো মাথা ঠাণ্ডা: খাদ্যমন্ত্রী
আমাদের খাবার অপচয় কমাতে হবে। বিয়ে বাড়িতে প্রচুর খাবার অপচয় হয়।এ অপচয় রোধ করতে হবে। শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ। পেট ঠাণ্ডা আছে তো মাথা ঠাণ্ডা আছে। বললেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
বুধবার (২৫ জানুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনের দ্বিতীয় অধিবেশন শেষে একথা বলেন তিনি।
খাদ্যমন্ত্রী বলেন, দেশে দুর্ভিক্ষ হবে না। হওয়ার কোনো চান্স নেই। যদি আল্লাহ নিজে হাতে গজব না ফেলেন।
সাধন চন্দ্র মজুমদার বলেন, চালের দাম যাদের জন্য অসহনীয় তাদের জন্য ওএমএস, খাদ্যবান্ধব ভিজিডি, ভিজিএফ আছে। অতএব শঙ্কিত হওয়ার কারণ নেই। সবাই ভালো আছে। তবে খাদ্যের অপচয় যেন রোধ হয় সেদিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে। কারণ অনেক বিয়ে বাড়িতে ১৫ থেকে ২০ পারসেন্ট খাবার নষ্ট হয়। এগুরো রোধ করতে হবে।