জমির দখল ছাড়তে নোবেলজয়ী অমর্ত্য সেনকে চিঠি
আবারও নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ করলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ বার ১৩ শতাংশ জায়গা ফেরত চেয়ে অমর্ত্যের শান্তিনিকতনের বাড়ি ‘প্রতীচী’র ঠিকানায় চিঠি পাঠানো হয়েছে। বিশ্বভারতী কর্তৃপক্ষ মঙ্গলবারের ওই চিঠিতে দাবি করেছেন, অমর্ত্য বিশ্ববিদ্যালয়ের ১৩ শতাংশ জায়গা দখল করে রেখেছেন। রেজিস্ট্রারের সই করা চিঠিতে বলা হয়েছে, জমির মাপজোক করেই এই ১৩ শতাংশ জায়গার তথ্য পেয়েছেন তারা। তাই ওই জমি যেনো ফেরত দেন অমর্ত্য। এই মুহূর্তে অমর্ত্য শান্তিনিকতনের বাড়িতেই রয়েছেন। এর আগে বিশ্বভারতী কর্তৃপক্ষ জানিয়েছিলেন, বিশ্ববিদ্যালয়ের কাছে থাকা তথ্য অনুযায়ী, অমর্ত্য সেন বিশ্বভারতীর জমি দখল করে আছেন।প্রয়োজনে রাজ্য ভূমি সংস্কারের তরফে নিয়ম মেনে বিশ্বভারতীর প্রতিনিধি, অমর্ত্য সেনের প্রতিনিধিদের নিয়ে জমির মাপ নেয়া হোক। তা হলেই আসল সত্য বেরিয়ে আসবে। এ নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের কাছে অভিযোগপত্রও পাঠানো হয়। তবে মুখ্যমন্ত্রী মমতা স্বয়ং অমর্ত্যের পাশে দাঁড়িয়েছিলেন। অন্য দিকে, বিশ্বভারতীর অভিযোগকে ‘কল্পনাপ্রসূত’ বলেছিলেন অমর্ত্য। তিনি বলেছিলেন, তার বাবা বাজার থেকেই ওই জমি কিনেছেন। সেই জমি নিয়ে কেন ৫০ বছর পর হঠাৎ বিতর্কের সৃষ্টি হল, সেটাই তার বোধগম্য হচ্ছে না বলে মন্তব্য করেন তিনি।