আর্কাইভ থেকে ফুটবল

কোপায় হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ চিলি

ইউরোর মত কোপা আমেরিকাতেও আজ শুরু শেষ আটের লড়াই। প্রথম কোয়ার্টার ফাইনালে মুখোমুখি পেরু-প্যারাগুয়ে। ম্যাচটি শুরু হবে রাত ৩ টায়। তবে সব আকর্ষণ থাকবে দিনের দ্বিতীয় ম্যাচে। যেখানে মুখোমুখি বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিল মুখোমুখি হবে সাবেক চ্যাম্পিয়ন চিলির। ভোর ৬ টায় শুরু হবে এই ম্যাচটি।

দর্শক বিহীন মাঠ, ইউরো ঝলকানিতে, মলিন কোপা আমেরিকা। তারপরও একটি ম্যাচ সব আলো কেড়ে নিতে প্রস্তুত। শেষ আটের লড়াইয়ে যে হ্যাভিওয়েট ব্রাজিলের প্রতিপক্ষ সাবেক চ্যাম্পিয়ন চিলি।

নেইমার নাকি ভিদাল? স্পষ্টলাইটটা থাকবে কার উপর? সেই বিতর্ক যেমন থাকবে, তেমনি বর্তমান চ্যাম্পিয়নদের উড়ন্ত পারফরম্যান্সেও আলোচনার কেন্দ্রবিন্দুতে।

সেলেসাওদের সামনে এক মলিন চিলি। গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে নামার অপেক্ষায় চতুর্থ দল হিসেবে কোয়ার্টার ফাইনালে আসা দলটা। 

মুখোমুখি থেকে দুই দলের পারফরম্যান্স কোথাও এগিয়ে নেই চিলি। ৭২ দেখায় ব্রাজিলের ৫১ জয়ের পাশে চিলির মাত্র ৮ জয় বলে দিচ্ছে সব। তবে কোপার পারফরম্যান্সে দুই দল সমানে সমান। ২০ টি করে ম্যাচ খেলে জয়, ড্র আর হারে ছাড়িয়ে যেতে পারেনি কেউ কাউকে। তাই যেন ব্রাজিল কোচ তিতে সমীহ করছে প্রতিপক্ষকে। 

তিতে বলেন, 'রঙিন চশমা পড়ে আমাদের পর্যবেক্ষনের সুযোগ নেই। তর্ক হবে, ভিন্নমত থাকবে এটাই স্বাভাবিক। আমরা সব কিছুর উর্ধ্বে নয়। চিলি ভালো দল।'

উড়ছে তিতের ব্রাজিল, শেষ পাঁচ ম্যাচে নেই হারের স্বাদ। তবে আলোচনায় গ্রুপের শেষ ম্যাচে ইকুয়েডরের সাথে ১-১ গোলে ড্র করে। মার্টিন লাসার্তের চিন্তার কারণ হতেই পারে তার দলের সাম্প্রতিক পারফরম্যান্স। তারপরও ব্রাজিল বধের স্বপ্নে বিভোর চিলি কোচ।  

চিলি কোচ মার্টিন লাসার্তে বলেন, 'আমি একটি বই লিখবো যদি ঘরের মাঠে তাদেরকে টুর্নামেন্ট থেকে বিদায় করতে পারি। ব্রাজিল দারুণ দল। ফুটবল এমন খেলা, ম্যাচ শেষের আগ মুহুর্ত পর্যন্ত কিছুই বলা যায় না।'    

শেষ ৩ ম্যাচে নেইমারদের ১২ গোলের বিপক্ষে ভিদালদের গোল সংখ্যা মাত্র ২। তবে সেই শঙ্কা কাটাতে কোচের আস্থার নাম হয়ে পারে ফরোয়ার্ড এলেক্সিস সানচেচ। ইনজুরিতে গ্রুপ পর্ব মিস করলেও ফিরতে পারেন এই ম্যাচে।  

কোপা আমেরিকায় ১৪ বছর পর দুই দল মিলেছে এক বিন্দুতে, নক আউট পর্বে। সেই ম্যাচের ৬-১ গোলের হারের পুনরাবৃত্তি নিশ্চয়ই চায় না চিলি।    

এএ

এ সম্পর্কিত আরও পড়ুন