টচ জিতে চট্টগ্রামকে ব্যাটিংয়ে পাঠালেন সাকিব
বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে সিলেট পর্বের খেলা শুরু হয়েছে আজ। দিনের দ্বিতীয় খেলায় সাকিব আল হাসানের ফরচুন বরিশালের মুখোমুখি হয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টচ জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে সাকিব।
৭ ম্যাচের ৫ জয় নিয়ে পয়েন্ট তালিকার দুই নম্বরে আছে ফরচুন বরিশাল । অন্যদিকে সমান ম্যাচে দুই জয় নিয়ে টেবিলের তলানিতে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
আরও পড়ুনঃ গোল শূন্য রোনালদো, সুপার কাপ থেকে দলের বিদায়
বরিশাল একাদশ এনামুল হক বিজয় (উইকেটরক্ষক), সাইফ হাসান, সাকিব আল হাসান (অধিনায়ক), ইফতিখার আহমেদ, মাহমুদউল্লাহ রিয়াদ, চতুরঙ্গ ডি সিলভা, মেহেদি হাসান মিরাজ, সালমান হোসেন, খালেদ আহমেদ, করিম জানাত, মোহাম্মদ ওয়াসিম।
চট্টগ্রাম একাদশ ম্যাক্স ওডাউড, আফিফ হোসেন, শুভাগত হোম (অধিনায়ক), উনমুক্ত চাঁদ, ইরফান শুক্কুর (উইকেটরক্ষক), কার্টিস ক্যাম্পার, মেহেদী মারুফ, বিজয়কান্ত ব্যসকান্ত, মৃত্যুঞ্জয় চৌধুরী, নিহাদুজ্জামান, মেহেদী হাসান রানা
আরও পড়ুনঃ ঘরের মাঠে রংপুরের কাছে হার ম্যাশদের