আর্কাইভ থেকে ভর্তি -পরীক্ষা

ইবির চূড়ান্ত ভর্তি শুরুর আর ২ দিন বাকি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২১-২২ স্নাতক (সম্মান) প্রথমবর্ষে চূড়ান্ত ভর্তি ২৯ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। প্রথম থেকে সপ্তম মেধাতালিকার শিক্ষার্থীদের অফিস চলাকালীন সময়ে এ ভর্তি সম্পন্ন করতে বলা হয়েছে।

 

ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচএম আলী হাসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৯ জানুয়ারি থেকে এক ফেব্রুয়ারি প্রথম থেকে সপ্তম মেধাতালিকা থেকে চূড়ান্ত ভর্তি কার্যক্রম চলবে। এবার ভর্তি ফি সর্বমোট ‘এ’ ইউনিটে ১২ হাজার ১৫ টাকা, ‘বি’ ১০ হাজার ৫১৫ টাকা এবং ‘সি' ইউনিটে ১০ হাজার ৯৯৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এতে গুচ্ছের মাধ্যমে আগেই ৫ হাজার টাকা নেওয়া হয়েছে। সরাসরি ভর্তির সময় শিক্ষার্থীদের বাকি  টাকা জমা দিতে হবে।

 

ভর্তির সময় শিক্ষার্থীদের আবেদন পত্রের সঙ্গে দুই কপি ছবি, এসএসসি ও এইচএসসি পাশের মূল ট্রান্সক্রিপ্ট/সনদ (ফেরত-যোগ্য) নিয়ে আসতে হবে। কোনো শিক্ষার্থী অন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি থাকলে বিভাগীয় সভাপতির সুপারিশক্রমে মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট/সনদ জমা দেওয়ার জন্য সময় প্রদান সাপেক্ষে ভর্তির অনুমতি দেয়া হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন