ম্যাচ হারের জন্য রোনালদোরকে দুষলেন আল নাসর কোচ
রেকর্ড বেতনে সৌদি ক্লাব আল নাসেরে যোগ দিয়েছেন ক্রশ্চিয়ানো রোনালদো। কিন্তু আল নাসরের জার্সি গায়ে প্রথম দুই ম্যাচেই গোল শূন্য পর্তুগিজ তারকা। সবশেষ সৌদি সুপার কাপের সেমিফাইনালে আল-ইত্তিহাদের সঙ্গে ৩-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে আল নাসর।
ম্যাচে একটি গোল করার সুযোগ পেয়েছিলেন সিআরসেভেন। কিন্তু তা মিস করে বসেন তিনি। আর খেলা শেষে দলের এমন হারের জন্য রোনালদোর গোল মিস করাকে দায়ী করছেন আল-নাসরের কোচ রুদি গার্সিয়া।
সুপার লিগের ওই ম্যাচে প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যায় ইত্তিহাদ। প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধান কমানোর সুযোগ আসে রোনালদোর সামনে। কিন্তু সে সুযোগ কাজে লাগাতে পারেননি। গোলটি করতে পারলে হয়তো ম্যাচের গল্পটা ভিন্ন হতে পারত। হয়তো সে কারণেই ফরাসি কোচ রুডি গার্সিয়া ম্যাচ শেষে সরাসরিই বললেন,‘ ম্যাচের গতিপথ পরিবর্তনের একটি বড় কারণ ছিল প্রথমার্ধে রোনালদোর গোল মিস।’
আরও পড়ুনঃ গোল শূন্য রোনালদো, সুপার কাপ থেকে দলের বিদায়
উল্লেখ্য, রোনালদোর ম্যানেচস্টার ইউনাইটেড ছেড়ে দেওয়ার অন্যতম কারণ ছিল কোচ টেন হ্যাগের সাথে সম্পর্কের অবনতি। এবার আল নাসের কোচের এমন মন্ত্যবের পর সম্পর্ক কতটুকু ঠিক থাকবে তাই এখন দেখার বিষয়।