আর্কাইভ থেকে দুর্ঘটনা

লকডাউনে ফাঁকা সড়কে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী আহত

রাজধানীর বনানী মোড়ে ফাঁকা সড়কে প্রাইভেটকারের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন।

আজ শুক্রবার (২ জুলাই) দুপুর ১টার দিকে রাজধানীর বনানী মোড়ে (সিগন্যাল) এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে মোটরসাইকেল আরোহীর নাম-পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী বলেন, ফাঁকা সড়কে দ্রুতগতিতে আসা একটি প্রাইভেটকার পেছন থেকে সজোড়ে ধাক্কা দিলে মোটরসাইকেল চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইল্যাণ্ডের সঙ্গে ধাক্কা খায়। এতে চালকের ডান পা ভেঙে যায়।

তারা আরও বলেন, ‘যে প্রাইভেটকারটি মোটরসাইকেল আরোহীকে ধাক্কা দিয়েছে সেটির সিলভার রঙের। ধাক্কা দেওয়ার পর প্রাইভেটকারটি না দাঁড়িয়ে বনানীর কামাল আতাতুর সড়ক দিয়ে গুলশানের দিকে পালিয়ে যায়।’

ঘটনাস্থলে থাকা পুলিশের ট্রাফিক বিভাগের বনানী ট্রাফিক পুলিশ বক্সের ইন্সপেক্টর (টিআই) মো. সালাউদ্দিন বলেন, ‘দুর্ঘটনায় আহত মোটরসাইকেল আরোহীকে কয়েকজন পথচারী উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছেন। এদিকে মোটরসাইকেল সংশ্লিষ্ট থানা পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে।’

শেখ সোহান

এ সম্পর্কিত আরও পড়ুন