আর্কাইভ থেকে বলিউড

এ কী করলেন রণবীর!

অভিনেতা-অভিনেত্রী থেকে শুরু করে নেতা, খেলোয়াড়দের সঙ্গে সেলফি তোলাটা আজ শুধু মনের ইচ্ছেতেই সীমাবদ্ধ নেই। যতটা না ইচ্ছে তার চেয়ে বেশি যেন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা। আর তাই তো মিডিয়ার এ মানুষগুলোকে দেখলে সেলফি তোলার জন্য হুমড়ি খেয়ে পড়েন ভক্তরা। কিন্তু তাদেরও মন-মানসিকতা সব সময় একরকম থাকে না। আর এ কারণে মাঝে মাঝেই বিরক্তির উদ্রেক ঘটে এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায়। এমনই ঘটনা ঘটিয়েছেন বলিউড তারকা রণবীর কাপুর ।

শুক্রবার (২৭ জানুয়ারি) অভিনেতাকে দেখামাত্র সেলফি তোলার আবদার করে বসেন এক অনুরাগী। প্রথম বার ছবি তোলার পর ফের দ্বিতীয় বারও আবদার করেন সেই অনুরাগী। তাকে নিরাশ না করে হাসিমুখে ছবিও তোলেন অভিনেতা।

তারপরই আচমকা অনুরাগীর ফোন দেখতে চেয়ে হাতে নিয়ে পিছনে ছুঁড়ে ফেলে দেন রণবীর। নিমেষে ছড়িয়ে পড়েছে সেই ভিডিও। অভিনেতার এমন রূপ দেখে নিন্দার ঝড় নেটমাধ্যমে। বলিপাড়ার শান্ত স্বভাবের অভিনেতাদের অন্যতম রণবীর কাপুর। তবে সম্প্রতি তার এমন ব্যবহারে তাজ্জব সবাই। ইতোমধ্যে ‘অহঙ্কারী’, ‘বদমেজাজি’-র তকমাও দেয়া হয়েছে রণবীরকে।

রণবীর

কেউ বলেছেন, ‘রণবীর নিশ্চয়ই মজা করছিলেন।’ কারও ধারণা, এটি রণবীরের নতুন ছবি ‘তু ঝুটি ম্যায় মক্কার’ ছবির প্রচারের কোনও কৌশলের অঙ্গ। রণবীরের এমন ব্যবহারে অপ্রতাশিত সকলেরই কাছে। অভিনেতাকে নিয়ে নিন্দার ঝড় নেটমাধ্যমে।

অভিনেতার স্ত্রী আলিয়া ভাটের উদ্দেশ্যেও কেউ লিখেছেন, ‘স্বামীকে কিছু শিখিয়ে-পড়িয়ে পাঠাতে পারেন তো।’ কেউ লিখেছেন ‘অসম্ভব বদমেজাজি তো।’

কিন্তু কী কারণে আচমকা এমন ব্যবহার করলেন, এ বিষয়ে মুখ খোলননি অভিনেতা।

এ সম্পর্কিত আরও পড়ুন