এফএ কাপে ব্রাইটনের বিপক্ষে মাঠে নামছে লিভারপুল
এফএ কাপের চতুর্থ রাউন্ডে ব্রাইটনের মুখোমুখি হতে যাচ্ছে লিভারপুল। রোববার (২৯ জানুয়ারি) ফলমার স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭ টায়।
ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলের শোচনীয় অবস্থায় আছে লিভারপুল। শীর্ষ পাঁচে তো দূর, দশ নম্বরের মধ্যে টিকে থাকাটাই চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ২০১৯-২০ মৌসুমের চ্যাম্পিয়নদের। এদিকে ব্রাইটনের বিপক্ষেও পরিসংখ্যান খুব একটা ভালো নয় অল রেডদের। শেষ ৭ ম্যাচে পেয়েছে মাত্র ২ জয়। বিপরীতে ২ জয় আছে ব্রাইটনের। ড্র হয়েছে বাকি ম্যাচগুলো।
ফুটবলারদের ইনজুরি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে কোচ ইয়্যুর্গেন ক্লপের। জোতা, ডিয়াজ, ফিরমিনো, ভ্যান ডাইক, আর্থারদের অনুপস্থিতি ভোগাচ্ছে দলটিকে। চিরচেনা ফর্মে নেই মো সালাহও। ফলে ম্যাচের আগে সেরা একাদশ সাজাতে বেশ চিন্তা করতে হচ্ছে অলরেডদের বস ক্লপকে।