আর্কাইভ থেকে ফুটবল

এফএ কাপ থেকে লিভারপুলের বিদায়

চলতি মৌসূমে একের পর এক ম্যাচ হেরেই চলেছে লিভারপুল। এবার এফএ কাপের চতুর্থ রাউন্ডে ব্রাইটনের কাছে ২-১ ব্যবধানে হেরে বসলো দলটি। আর এই পরাজয়ের মাধ্যমে টুর্নামেন্ট থেকে ছিটকে গেল অলরেডরা।

 

রোববার (২৯ জানুয়ারি) ফলমার স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে প্রথমে এগিয়ে গিয়েছিল লিভারপুল। ম্যাচের ৩০ মিনিটের মাথায় তরুণ মিডফিল্ডার এলিয়ট মোহামেদ সালাহর পাসের দূর কর্নারের নিচু শটে এগিয়ে নেন দলকে। কিন্তু তার ঠিক ৯ মিনিট পরে ব্রাইটনকে সমতায় আনেন তারিক ল্যাম্পট।

 

১-১ সমতা নিয়ে প্রথমার্ধ শেষ হবার পর দ্বিতীয়ার্ধের অতিরিক্ত মিনিটে গিয়ে গোল করেন কাওরু মিতোমা। তার দুর্দান্ত ফিনিশিংয়ে ২-১ গোলের পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয় ইয়ুর্গেন ক্লপদের। সেই সাথে এফএ কাপ থেকে বিদায় নিতে হলো লিভারপুলকে।

এ নিয়ে টানা দ্বিতীয়বার ব্রাইটনের কাছে হারের মুখ দেখলো দলটি।  প্রিমিয়ার লিগের সবশেষ দেখাদেখিতেও ৩-০ গোলের বড় পরাজয় বরণ করে লিভারপুল।

 

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন