৩৩টি আসনে দাঁড়াবেন ইমরান খান
গেলো বছর সেপ্টেম্বরে জাতীয় সংসদের নয়টি আসনের উপনির্বাচনে লড়াই করে আটটিতেই জয়ী হয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। আর এবার আগামী ১৬ মার্চ হতে যাওয়া জাতীয় সংসদের ৩৩টি আসনের উপনির্বাচনে একাই লড়ছেন পাকিস্তান তেহরিকে ইনসাফের প্রধান। রোববার রাতে দলের কোর কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের শীর্ষ নেতা ফওয়াদ চৌধুরি টুইটারে এখবর জানালেন ।
দলের নেতা শাহ মেহমুদ কুরেশি বলেন, ১৬ মার্চ যে উপনির্বাচন হবে, তাতে ইমরানকে সকলে ভোট দেবেন বলে আশাবাদী তিনি। ইমরানের উপর সকলের যে এখনও ভরসা রয়েছে, তা ভোটের মাধ্যমেই বোঝা যাবে বলেও জানিয়েছেন তিনি।
এক্সপ্রেস ট্রিবিউন জানাচ্ছে, প্রধান ইমরান খান ক্ষমতাচ্যুত হওয়ার পর সংসদের নিম্নকক্ষ থেকে গণপদত্যাগ করেছিলেন পিটিআই দলের একাধিক সদস্য।
স্পিকার রাজা পারভেজ আশরাফের কাছে পিটিআইয়ের ৩৫ জনেরও বেশি সদস্য ইস্তফা দেন। এর ফলে বহু আসন শূন্য হয়ে পড়েছে। কুরেশি জানিয়েছেন যে, সংবিধানের নিয়ম অনুযায়ী আসন শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নির্বাচন হওয়া বাঞ্ছনীয়। তাই ১৬ মার্চ উপনির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে।