বিচ্ছেদের পরেও দেবরের বিয়েতে গেলেন শ্রীলেখা!
অফ হোয়াইট রঙের এমব্রয়ডারির কাজ করা শাড়ি পরে তার সঙ্গে মানানসই সাজে শ্রীলেখা মিত্র। চারিদিক ফুল আর আলোয় সাজানো। মাঘ মাস, বিয়ের ধুম পড়ে গেছে চারিদিক। তারই মধ্যে বিয়েবাড়ির সাজে দেখা গেলো শ্রীলেখাকে। ছবি দেখে অনেকেরই প্রশ্ন, কার বিয়ের অনুষ্ঠানে গেছেন এই অভিনেত্রী ? সেই কৌতূহল নিরসন করতে শ্রীলেখা লিখলেন, “দেওরের বিয়ে, ও এক্স নয়।”
তার এই লেখা পড়ে অনেকে অবাক হতে পারেন। শ্রীলেখার ‘রিলেশনশিপ স্টেটাস’ নিয়ে প্রায় সকলেই অবগত। বহু দিন হল স্বামী শিলাদিত্য সান্যালের সঙ্গে আইনি বিচ্ছেদ হয়েছে তার। বিচ্ছেদ হলেও তাদের বন্ধুত্ব আগের মতোই আছে। এই কথা বার বার উল্লেখ করেন শ্রীলেখা নিজেই।
শ্রীলেখা বলেন, “আমার প্রাক্তন স্বামীর মামাতো ভাইয়ের বিয়ে ছিল। ওরা আমায় এখনও বৌদি বলেই ডাকেন। আমাদের সম্পর্ক সেই আগের মতোই রয়ে গেছে। তাই তো লিখলাম এক্স নয়।”
খুব শীঘ্র শুরু হবে শ্রীলেখার আগামী ছবি ‘মীরজাফর’-এর শুটিং। অভিনেত্রীর পরিচালিত ছবি ‘এবং ছাদ’ পেয়েছে বিপুল প্রশংসা। আগামী ছবি পরিচালনার জন্য আপাতত প্রযোজকের সন্ধানে শ্রীলেখা।