ঢাকার বিপক্ষে মাঝারি পূঁজি সাকিবদের
বিপিএলে সিলেট পর্বের শেষ দিনের খেলা চলছে আজ। দিনের প্রথম খেলায় সাকিব আল হাসানের ফরচুন বরিশালের মুখোমুখি হয়েছে ঢাকা ডমিনেটরস। টচ জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষ ৮ উইকেট হারিয়ে ১৫৬ রান সংগ্রহ করেছে বরিশাল।
মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টচ জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান। ব্যাট করতে নেমে দলের ওপেনার এনামুল হক বিজয় দারুণ সূচনা এনে দিয়েছিলনে দলকে। বিজয়ের সঙ্গে জুটি গড়তে ব্যর্থ ছিলেন সাইফ হাসান (১৫), সাকিব আল হাসান (৫) ও ইব্রাহিম জর্ডান (২)। দলীয় ৯২ রানের মাথায় ৩৫ বলে ৪২ করে ফিরে যান এনামুল হক বিজয়।
শেষ দিকে এসে মাহমুদউল্লাহ রিয়াদের ২৭ বলে ৩৯ এবং আফগান করিম জানাতের ৫ বলে ১৭ রানের সুবাদে ১৫৬ রানে পৌঁছায় বরিশাল। ঢাকার হয়ে আমির হামজা নেন সর্বচ্চো দুইটি উইকেট।