আর্কাইভ থেকে দেশজুড়ে

যমুনাতে পানি বাড়ছে, নদীতীরবর্তী এলাকা প্লাবিত

গত কয়েকদিন ধরে সারাদেশে দিন-রাত টানা বৃষ্টি হচ্ছে। মাঝে মধ্যে সামান্য বিরতি হলেও ফের বৃষ্টিতে তলিয়ে যায় রাস্তা-ঘাট। এরই মধ্যে আবহাওয়া অফিস জানালো এ বৃষ্টি আরও তিন দিন অব্যাহত থাকতে পারে। আষাঢ় মাসের শেষ দিকে এসে বৃষ্টি ধারা কমছেই না। সামনে আবার শ্রাবণের ঝর ঝর বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এ ভারি বৃষ্টি ও উজানের পানিতে যমুনা নদীতে পানি বাড়ছে। সিরাজগঞ্জ পয়েন্টে গেলো ২৪ ঘণ্টায় ১৫ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ১ দশমিক ২৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে জেলার সদর, কাজিপুর, চৌহালী ও শাহজাদপুর উপজেলার চরাঞ্চল ও নদীতীরবর্তী এলাকা প্লাবিত হচ্ছে। পানিবন্দি হয়ে পড়েছে মানুষ।

জানা গেছে, পানি বৃদ্ধির ফলে নদীতীরবর্তী এলাকায় ভাঙন শুরু হয়েছে। সেই সঙ্গে তলিয়ে গেছে এসব এলাকার বীজতলা, সবজিবাগান, পাট ও তিলক্ষেত।

সিরাজগঞ্জ পাউবোর নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম জানান, আগামী কয়েক দিন এ পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমা অতিক্রম করতে পারে।

জেলা ত্রাণ ও পুর্ণবাসন কর্মকর্তা মো. আব্দুর রহিম জানান, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারি বর্ষণে যমুনা নদীতে পানি বৃদ্ধি পেলেও এখন পর্যন্ত জেলার কোথাও বন্যার পরিস্থিতি অবনতি হয়নি।

এ সম্পর্কিত আরও পড়ুন