আর্কাইভ থেকে ফুটবল

কোপার ফাইনালে দুই রেকর্ডের সামনে মেসি

কোপা আমেরিকায় আকাশী-নীল জার্সিতে অদম্য লিওনেল মেসি। বয়স ৩৪ পার করলেও গোল-এসিস্টে থামাথামির লক্ষণ নেই তাঁর। চলতি আসরে দলের করা ১১ গোলের ৯টিতেই সরাসরি অবদান এই ক্ষুদে জাদুকরের। যেখানে ৪ গোলের পাশাপাশি রয়েছে ৫ এসিস্ট। কোপা আমেরিকা ক্যারিয়ারে এখন পর্যন্ত এটাই মেসির সেরা আসর।
 
সেমিফাইনালে আর্জেন্টিনার জার্সি গায়ে জড়িয়ে মাঠে নামার সাথে সাথে দেশটির হয়ে সর্বোচ্চ (১৫০) ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন মেসি। গোল করিয়ে ভেঙেছেন এক আসরে সর্বোচ্চ এসিস্টের রেকর্ড (৫)। প্রথম কোন আর্জেন্টাইন ফুটবলার হিসেবে খেলছেন কোপা আমেরিকার ৬টি আসর (২০০৭-২০২১)। শিরোপানির্ধারণী ম্যাচে প্রতিপক্ষ স্বাগতিক ব্রাজিল। সেই ম্যাচেও একাধিক রেকর্ড হাতছানি দিচ্ছে আর্জেন্টিনা অধিনায়ককে। জেনে নেয়া যাক ফাইনালে যে দুই রেকর্ড হাতছানি দিচ্ছে মেসিকে- 

কোপা আমেরিকায় সর্বোচ্চ ম্যাচ খেলার নজির
ফাইনালে মাঠে নামলেই কোপা আমেরিকার ইতিহাসে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ডে ভাগ বসাবেন মেসি। ছুঁয়ে ফেলবেন চিলির সার্জিও লিভিংস্টোনের ৩৪ ম্যাচ খেলার রেকর্ডকে। টুর্নামেন্ট শুরুর আগে কোপায় ২৭টি ম্যাচ খেলেছিলেন এই বার্সা তারকা।  

কোপা আমেরিকায় সর্বোচ্চ গোলের রেকর্ড
চলতি আসরের ৬ ম্যাচে ৪ গোল নিয়ে কোপা আমেরিকায় মেসির গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৩-তে। সামনে কেবল ব্রাজিলের জিজিনহো ও আর্জেন্টাইন নর্বার্তো মেন্ডেজের সর্বোচ্চ ১৭ গোলের রেকর্ড। ফাইনালে এক হালি গোল করতে পারলে সেই রেকর্ড ভেঙে যাবে।   

এস

এ সম্পর্কিত আরও পড়ুন