আর্কাইভ থেকে আফ্রিকা

হাইতির প্রেসিডেন্ট হত্যাকান্ডে ২৮ বিদেশি নাগরিক অভিযুক্ত

হাইতির প্রেসিডেন্ট জোভেনেল মোইজকে হত্যার ঘটনায় জড়িতদের মধ্যে ২৬ জন কলম্বিয়ান ও দুইজন অ্যামেরিকান-হাইতিয়ান বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। হত্যাকান্ডে পরিকল্পনাকারীদের ধরতে চলমান অভিযানে এসব তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে গ্রেপ্তার হওয়া ১৫ কলম্বিয়ান ও দুই অ্যামেরিকান-হাইতিয়ানকে সাংবাদিকদের সামনে হাজির করেন হাইতির পুলিশ প্রধান চার্লস লিওন। সেখানে কলম্বিয়ান পাসপোর্ট, অস্ত্র, ওয়াকিটকিসহ হামলায় ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম দেখানো হয়।

এসময় হাইতির পুলিশ প্রধান চার্লস লিওন অভিযোগ করে বলেন, তাদের দেশে প্রবেশ করে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বিদেশি নাগরিকরা। হত্যায় জড়িত আরো আটজন পলাতক রয়েছে বলে জানান তিনি।

এদিকে কলম্বিয়ার প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন, প্রাথমিক তদন্তে কলম্বিয়ার সাবেক সামরিক বাহিনীর সদস্যদের যুক্ত থাকার প্রমাণ পাওয়া গেছে। তবে এখনো কোন নাগরিকের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেনি যুক্তরাষ্ট্র।

গেল বুধবার হাইতির প্রেসিডেন্ট জোভেনেল মোইজকে তার বাসভবনে ঢুকে গুলি করে হত্যা করে বন্দুকধারীরা। দেশটির কর্তৃপক্ষ দাবি করেছিল, এ হত্যাকাণ্ডে জড়িত বিদেশে প্রশিক্ষিত আততায়ীরা।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন