আর্কাইভ থেকে দক্ষিণ আমেরিকা

ফের অভিশংসন থেকে মুক্তি পেলেন ট্রাম্প

ফের অভিশংসন থেকে মুক্তি পেলেন যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট ট্রাম্প। তিনিই একমাত্র মার্কিন প্রেসিডেন্ট যিনি দুইবার অভিশংসনের মুখোমুখি হলেন। তার বিরুদ্ধে দ্বিতীয় অভিযোগ ছিল ক্যাপিটল দাঙ্গায় উসকানি দেয়ার।

ট্রাম্পকে এ অভিযোগে দোষী সাব্যস্ত করতে সিনেটের দুই তৃতীয়াংশ সদস্যের সমর্থন প্রয়োজন ছিল। কিন্তু ভোটাভুটিতে ৫৭ জন সিনেটর ট্রাম্পকে দোষী সাব্যস্ত করার পক্ষে মত দিলেও বিপক্ষে পড়ে ৪৩ ভোট। যদিও ট্রাম্পের দল রিপাবলিকানের ৭ জন প্রতিনিধি ট্রাম্পের বিপক্ষে ভোট দিয়েছেন।

এরআগে ২০১৯ সালে একবার প্রতিনিধি পরিষদে অভিশংসিত হন ট্রাম্প। তার বিরুদ্ধে তখন ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ছিলো।

এ সম্পর্কিত আরও পড়ুন