আর্কাইভ থেকে ফুটবল

ইউরোর গোল্ডেন বল উঠলো ইতালি গোলরক্ষক

ফাইনালে টাইব্রেকারে ইতালির জয়ের নায়ক গোলরক্ষক জিয়ানলুইজি ডোনারুমা। 

দুটি শট ঠেকিয়ে দিয়ে ইতালিকে ৫৩ বছর পর ইউরো শিরোপা পুনরুদ্ধারে এগিয়ে দেন তিনি। আর আসরে সব মিলিয়ে মাত্র চারবার ডোনারুমাকে পরাস্ত করতে পেরেছিলেন প্রতিপক্ষের ফুটবলাররা। যে কারণে সেরা গোলরক্ষকের পুরস্কারটা উঠলো ডোনারুমার হাতেই।

পুরো টুর্নামেন্টেই ইতালি মাত্র চারটি গোল হজম করেছে। গ্রুপ পর্বে ছিলেন ক্লিনশিট। এরপর দ্বিতীয় রাউন্ড থেকে প্রতি রাউন্ডেই ১টি করে গোল হজম করেছেন তিনি। সব মিলিয়ে মাত্র চারবার ডোনারুমাকে পরাস্ত করতে পেরেছিল প্রতিপক্ষ। যে কারণে সেরা গোলরক্ষকের পুরস্কারটা উঠলো ডোনারুমার হাতেই। গোল্ডেন বলের পাশাপাশি গোল্ডেন গ্লাভসও জিতেছেন তিনি।

এ সম্পর্কিত আরও পড়ুন