আর্কাইভ থেকে দেশজুড়ে

কঠোর লকডাউনে ফুলবাড়ীতে অর্ধশতাধিক জরিমানা

কুড়িগ্রামের ফুলবাড়ীতে চলামান কঠোর লকডাউনে সরকারী বিধিনিষেধ অমান্য করায় অর্ধশতাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার (১৩জুলাই) কঠোর লকডাউনে সেনাবাহিনী ও পুলিশসহ অন্যান্য আইন-শৃংখলা বাহিনীর সদস্যগণ ও উপজেলার প্রশাসন সফলভাবে দায়িত্ব পালন করছেন।

লকডাউনে বিচ্ছিন্নভাবে কিছু অটোরিক্সা ও জরুরী প্রয়োজনে ব্যবহৃত গাড়ি ছাড়া রাস্তা-ঘাট প্রায় শূন্য রয়েছে। উপজেলার সদরসহ ছয় ইউনিয়েনের ১৪ টি হাটবাজরের মার্কেটগুলো বন্ধ থাকলেও স্বাস্থ্যবিধি মেনে নিত্য প্রয়োজনীয় দোকান-পাট সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত খোলা রাখছেন। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট (ইউএনও ) সুমন দাস জানান, বিভিন্ন হাট-বাজারে সরকারী বিধিনিষেধ অমান্য করায় বিভিন্ন প্রতিষ্ঠান ও মোট ৭৪ ব্যক্তির জরিমানাসহ নগদ ১৫ হাজার ৮শ টাকা আদায় করা হয়েছে হয়েছে। আমরা এই কঠোর লকডাউনে উপজেলাবাসীকে অনুরোধ করেছি, আপনারা সচেতন থাকবেন, মাক্স পড়ুনও ঘরে থাকুন। 

তিনি আরও জানান, এই কঠোর লকডাউন সফল ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে আমাদের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন