প্রকৌশলীর উপর হামলার প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রকল্প পরিচালক মোঃ গোলাম ইয়াজদানীর উপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে ও হামলাকারীদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গাইবান্ধায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১ ফেব্রুয়ারি) দুপুরে এলজিইডি কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন করেন জেলার কর্মকর্তা-কর্মচারীরা।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নের্তৃত্বে সারাদেশে প্রকৌশলীরা দেশের সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। কিছু দুর্বৃত্ত এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রকল্প পরিচালক মোঃ গোলাম ইয়াজদানী’র প্রকল্প অফিসে হামলা চালায়। প্রকৌশলীদের ওপর এমন ন্যাক্কারজনক হামলা সুষ্ঠুভাবে কর্ম সম্পাদন ও দেশের সার্বিক উন্নয়নের পথে বাঁধার সৃষ্টি করে। দেশের কাজে নিবেদিত প্রকৌশলীরা যেন নির্ভিঘ্নে ও সুন্দরমত কাজ করতে পারেন সেজন্য হামলাকারীদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করার দাবি জানান বক্তারা।