একাদশ থেকে বাদ পড়লেন নেইমার
বিশ্বকাপ বিরতির পর সবশেষ দুটি অ্যাওয়ে ম্যাচে হেরে গেছে পিএসজি। এরই মধ্যে নতুন দুঃসংবাদ পেল ফরাসি এই ক্লাবটি। আবারও ইনজুরিতে পড়েছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার জুনিয়র। চোটের কারণে মঁপেলিয়ের বিপক্ষে খেলতে পারবেন না নেইমার।
বুধবার (১ ফেব্রুয়ারি) লিগ ওয়ানের ম্যাচে মোঁপেলিয়ের মুখোমুখি হবে ফরাসি চ্যাম্পিয়নরা। ইনজুরির কারণে ম্যাচটিতে থাকছেন না দলের অন্যতম তারকা নেইমার।
জনপ্রিয় সংবাদ মাধ্যম গোল ডটকমের সূত্রে জানা যায়, পেশির চোটে ভুগছেন ৩০ বছর বয়সী ব্রাজিলিয়ান তারকা নেইমার। যার কারণে দলের অনুশীলন থেকেও বিরত ছিলেন তিনি। বুধবারের মঁপেলিয়ের বিপক্ষে ম্যাচের জন্য নেইমারকে দলে রাখা হয়নি বলে জানিয়েছে ক্লাবটি। তারা নিশ্চিত করেছে যে, পেশিতে কিছু সমস্যা দেখা গিয়েছে নেইমারে, কয়েকদিন চিকিৎসকের অধীনে থাকবেন তিনি।
সবশেষ রেইমসের বিপক্ষে ম্যাচ খেলেছেন নেইমার। মাঠে নেমে এক দুর্দান্ত গোলও করেন তিনি। তবে ম্যাচের ৮৫ মিনিটের মাথায় তাকে তুলে নেয়া হয়। তবে চোট খুব একটা গুরুতর নয়। আগামী ম্যাচেই তাকে পাওয়া যাবে বলে আশা করছে ক্লাবটি।