আর্কাইভ থেকে ইউরোপ

জার্মানিতে ভারী বৃষ্টিতে বন্যা: ছয়জনের মৃত্যু, নিখোঁজ ৩০

জার্মানির পশ্চিমাঞ্চলীয় রাইনল্যান্ড-প্যালেটেনেট রাজ্যে ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় দুই দমকল কর্মীসহ মারা গেছে অন্তত ছয়জন। নিখোঁজ রয়েছে কমপক্ষে ৩০ জন। ইতোমধ্যে ওই অঞ্চলের অন্তত ৬টি বাড়ি ধসে পড়েছে। এছাড়া শুল্ড বে আদেনাউ জেলার পাহাড়ি এলাকায় আরো কমপক্ষে ২৫টি ভবন ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।

বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্স জানায়, জার্মান কর্মকর্তারা জানিয়েছে বন্যার কারণে বন শহরের দক্ষিণে আরভেইলার জেলায় চারজন মারা গেছে। পাশাপাশি নিখোঁজ রয়েছে ৩০ জন। নদীর পানি তীর উপচে লোকালয়ে প্রবেশের পর ছাদে আশ্রয় নিয়েছে বাড়িঘরের ভেতর আটকা পড়া প্রায় ৫০ জন।

পুলিশের এক মুখপাত্র বলেছেন, অনেক এলাকায় ফায়ার ব্রিগেড ও উদ্ধারকর্মী পাঠানো হয়েছে। উদ্ধার কাজ এখনও চলছে। আমরা এখনো ক্ষয়ক্ষতির পুরো চিত্রটা পাইনি।

বনের উত্তরপূর্বের জাউয়াল্যান্ড অঞ্চলে দুই দমকলকর্মী মারা গেছে। এদের মধ্যে পানিতে ডুবে একজনের মৃত্যু হয়েছে। বন্যার কারণে সড়ক ও রেল যোগাযোগ বিঘ্নিত হয়েছে। রাইন নদীতে নৌযান চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

বৃহস্পতি ও শুক্রবার জার্মানির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আরও বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে সতর্ক করেছে দেশটির আবহাওয়া বিভাগ। শুক্রবার ভয়াবহ ঝড়ের আশঙ্কাও জানানো হয়েছে।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন