আর্কাইভ থেকে ফুটবল

ফাইনাল রাউন্ডে টানা দ্বিতীয় জয় ব্রাজিলের

‘অনূর্ধ্ব-২০ কোপা আমেরিকা চ্যাম্পিয়নশিপের’ ফাইনাল রাউন্ডে নিজের দ্বিতীয় ম্যাচেও জয়ের দেখা পেয়েছে ব্রাজিলের যুবারা। প্রথম ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে জয়ের পর ভেনিজুয়েলাকে হারিয়েছে আসরটির সর্বোচ্চ শিরোপাজয়ী দল ব্রাজিল।

শনিবার (৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় ভোর সাড়ে ৪টায় কলম্বিয়ার মাঠ এস্তাদিও মেট্রোপলিটানোতে ভেনেজুয়ালা অনূর্ধ্ব-২০ দলের মুখোমুখি হয় ব্রাজিল অনূর্ধ্ব-২০ দল। ম্যাচটিতে ৩-০ গোলে জয় নিয়ে ১২ তম শিরোপার আরও কাছাকাছি চলে গেল আগামীর নেইমাররা।

 

ম্যাচের শুরু থেকেই একের পর এক আক্রমনে ভেনিজুয়েলাকে কোণঠাসা করে ফেলে ব্রাজিল। তবে প্রথমার্ধে গোল শূন্য থাকতে হয় দুই দলকেই। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোলের জন্য মরিয়া হয়ে ওঠে ব্রাজিল।

দ্বিতীয়ার্ধ শুরুর মাত্র ৪ মিনিটের মধ্যেই গোলের দেখা পায় ব্রাজিল। ম্যাচের ৪৯তম মিনিটে ভিটর রকের গোলে এগিয়ে যায় তারা। ৩৬ মিনিট পর পেদ্রো গোলে ব্যবধান দ্বিগুণ করেন। ঠিক তার ৫ মিনিট পর অর্থাৎ ৯০তম মিনিটে আন্দ্রে সান্তোসের গোলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল।

এই জয়ে পর দুই ম্যাচ খেলে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ব্রাজিল অনূর্ধ্ব-২০ দল। সমন সংখ্যক ম্যাচ খেলে ৬ পয়েন্ট নিয়ে উরুগুয়ে অনূর্ধ্ব-২০ দল দ্বিতীয় স্থানে অবস্থান করছে।

আরও পড়ুনঃ এনজো ফার্নান্দেজও জেতাতে পারলেন না চেলসিকে

 

এ সম্পর্কিত আরও পড়ুন