মসলার প্যাকেটে মিললো ১ কোটি ৮০ লাখ টাকা
বিমানবন্দরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণে মসলার প্যাকেট জব্দ করলেন অভিবাসন দপ্তরের কর্মকর্তারা।
আর সেই প্যাকেট খুলতেই চক্ষু চড়কগাছ তাদের। সেই প্যাকেটে করে নিয়ে যাওয়া হচ্ছিল বিপুল পরিমাণে বৈদেশিক মুদ্রা।
কলকাতা বিমানবন্দর সূত্রের খবর, এই মসলার প্যাকেটে করে অভিনব কায়দায় বেআইনিভাবে নিয়ে যাওয়া হচ্ছিল বিপুল পরিমাণ ডলার। যার পরিমাণ ২ লাখ ২৫ হাজার মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় যার অনুমান, ১ কোটি ৮০ লাখ টাকা। এই ঘটনায় তিনজন ভারতীয়কে গ্রেপ্তারর করা হয়েছে।
জানা গেছে, গ্রেপ্তাকৃত তিন জনের নাম হল সুনীল গুপ্ত, গৌতম বর্মা এবং কমলেশ গুপ্ত। ওই তিনজনের কাছে ছিল লাগেজ। বিমানবন্দর থেকে প্রস্থানের সময় তাদের লাগেজ স্ক্যান করে ধরা পড়ে প্রচুর মসলার প্যাকেট। সেই মসলা প্যাকেট খুলতেই দেখা যায় তার মধ্যে রয়েছে ওই পরিমাণ মার্কিন ডলার। ওই তিনজনের বৃহস্পতিবার রাতে কলকাতা থেকে ব্যাংককের দিকে যাওয়ার কথা ছিল। তাদের প্রথমে আটক করে জিজ্ঞাসাবাদ করে। পরে তাদের জেরায় অসঙ্গতি পাওয়া গেলে তাদের গ্রেপ্তার করে অভিবাসন দপ্তর।