পদ্মভূষণে ভূষিত সঙ্গীতশিল্পীর মরদেহ উদ্ধার
প্রবীণ সঙ্গীতশিল্পী বাণী জয়রামের নিখর মরদেহ নিজের বাসভবনে উদ্ধার করা হয়েছে। এখনও জানা যায়নি মৃত্যুর কারণ। গায়িকার স্বামী জয়রাম মারা যান ৩ বছর আগে, ২০১৮ সালে। কী ভাবে মৃত্যু হল সঙ্গীতশিল্পীর, তা খতিয়ে দেখছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
৭৮ বছর বয়সী প্রবীণ সঙ্গীতশিল্পী কয়েক দিন আগেই পদ্মভূষণ পান।
শনিবার চেন্নাইয়ে তাঁর বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন গায়িকা। ৪ ফেব্রুয়ারি চেন্নাইয়ের নুনগামবাক্কামের নিজের বাসভবনে উদ্ধার করা হয় সঙ্গীতশিল্পীর নিথর দেহ।
চেন্নাইয়ে ঐতিহ্যবাহী শাস্ত্রীয় সঙ্গীতজ্ঞ কলিবাণী পরিবারে জন্ম বাণী জয়রামের। বাবা দুরাইসামি আইয়েনগর, মা পদ্মাবতী। ১৯৭১ সালে প্রথম প্লেব্যাক বাণী জয়রামের। জয়া বচ্চন অভিনীত ‘গুড্ডি’ ছবিতে প্রথম তাঁর গান গাওয়া। ১৯টি ভাষায় প্রায় ১০ হাজার গান গেয়েছেন প্রবীণ এই সঙ্গীতশিল্পী। চলতি বছরের ২৬ জানুয়ারি ভারত সরকারের দ্বারা পদ্মভূষণ সম্মান প্রাপ্ত হন বাণী জয়রাম। সেই সম্মানস্মারক হাতে পাওয়ার আগেই অকস্মাৎ মৃত্যু সঙ্গীতশিল্পীর।