আর্কাইভ থেকে এশিয়া

সিরিয়ায় ধ্বংস্তূপের নিচে এক শিশুর জন্ম

স্মরণকালের সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পে তুরস্ক-সিরিয়ায় এখন পর্যন্ত প্রায় সাড়ে চার হাজার মানুষের মৃত্যু হয়েছে। প্রচণ্ড কম্পনে ধসে পড়া ভবনের নিচে আটকা পড়াদের উদ্ধারে এখন অভিযান চলছে।

উদ্ধার অভিযান যত এগিয়ে যাচ্ছে ততই সামনে আসছে করুণ কাহিনী। এমনই একটি ঘটনা শোনা গেছে সিরিয়ার আলেপ্পো শহরে। যেখানে ধ্বংস্তূপের নিচেই জন্ম হয়েছে এক শিশুর। তবে জন্মের পরপরই শিশুটির মা মারা গেছে।

তালহা সিএইচ নামের একটি টুইটার অ্যাকাউন্ট থেকে ওই নবজাতককে উদ্ধারের ভিডিওটি প্রকাশ করা হয়। সেখানে দেখা যায়, এক উদ্ধারকারী একটি শিশুকে হাতে নিয়ে দৌঁড় দিচ্ছেন। ওই সময় শিশুটির শরীরে কোনো পোশাক ছিল না। তাকে ঢাকার জন্য অপর এক উদ্ধারকারী একটি চাদর ছুড়ে দেন।

ভিডিওটির শিরোনামে লেখা হয়েছে, ‘একটি শিশু জন্ম নেয়ার মুহূর্ত। সিরিয়ার আলেপ্পোতে তার মা ধ্বংস্তূপের নিচে ছিল। শিশুটির জন্মের পরই তার মা মারা গেছেন।’

‘আল্লাহ সিরিয়া এবং তুরস্কের মানুষকে ধৈর্য্য ধরার শক্তি দিক এবং ভূমিকম্পে হতাহতদের ওপর দয়া প্রদর্শন করুক।

তবে শিশুটি বেঁচে আছে নাকি মারা গেছে সেটি উল্লেখ করা হয়নি।

এছাড়া সিরিয়ার আফরিনেও ধ্বংস্তূপ থেকে একটি শিশু উদ্ধারের খবর পাওয়া গেছে। জানা গেছে, ওই শিশুর বাবা-মা দু’জনই মারা গেলেও অলৌকিকভাবে সে বেঁচে গেছে।

এদিকে সোমবার (৬ ফেব্রুয়ারি) স্থানীয় সময় ভোর ৪টার একটু পর সিরিয়া-তুরস্কে রিখটার স্কেলে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ওই সময় সবাই ঘুমিয়ে ছিলেন। ফলে ভূকম্পন শুরু হওয়ার পর অনেকে বাড়ি থেকে বের হতে পারেননি। এ কারণে বেশিরভাগ মানুষ ধ্বংস্তূপের নিচে চাপা পড়ে যান।

The moment a child was born 👶 His mother was under the rubble of the earthquake in Aleppo, Syria, and she died after he was born , The earthquake. May God give patience to the people of #Syria and #Turkey and have mercy on the victims of the #earthquake#الهزه_الارضيه #زلزال pic.twitter.com/eBFr6IoWaW

— Talha Ch (@Talhaofficial01) February 6, 2023

এ সম্পর্কিত আরও পড়ুন