আর্কাইভ থেকে ক্রিকেট

অস্ট্রেলিয়া-বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজের সূচি প্রকাশ

জিম্বাবুয়ে সফর শেষে বিশ্রামের কোনও সুযোগ নেই বাংলাদেশ ক্রিকেট দলের। কারণ তাদের জন্য অপক্ষো করছে অস্ট্রেলিয়া সিরিজ। এরই মধ্যে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের সূচি ঘোষণা করা হয়েছে। এ বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
 
অজিদের বিপক্ষে ৩ আগস্টে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামার পর ৯ আগস্ট খেলবে শেষ টি-টোয়েন্টি। প্রতিটি ম্যাচই শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে মাঠে গড়াবে। ম্যাচগুলো ডে-নাইট হওয়ার কথা রয়েছে। যদিও এখনও সময় জানানো হয়নি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন বলেছেন, বিসিবি ও ক্রিকেট অস্ট্রেলিয়া সফরটি নিয়ে কাজ করছে। করোনা মহামারীতে সিরিজ আয়োজন করা বেশ চ্যালেঞ্জের। তবে আমরা দুই দলের খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের স্বাস্থ্য সুরক্ষা দিতে বদ্ধ পরিকর।

২০১৭ সালে সবশেষ বাংলাদেশে এসেছিল অজিরা। সেবার তারা টাইগাদের বিপক্ষে দুটি টেস্ট খেলেছিল। যেখানে একটিতে বাংলাদেশের জয় ছিল। সেবারই প্রথম টেস্টে অজিদের বিপক্ষে প্রথম জয় এসেছিল লাল-সবুজের প্রতিনিধিত্বকারীদের।

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টির সূচি

১ম টি-টোয়েন্টি- ৩ আগস্ট
২য় টি-টোয়েন্টি- ৪ আগস্ট
৩য় টি-টোয়েন্টি- ৬ আগস্ট
৪র্থ টি-টোয়েন্টি- ৭ আগস্ট
৫ম টি-টোয়েন্টি- ৯ আগস্ট

এএ

এ সম্পর্কিত আরও পড়ুন