আর্কাইভ থেকে করোনা ভাইরাস

বিশ্বে করোনায় মোট মৃত্যু ৪১ লাখ ৭৪ হাজার

বিশ্বে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যু বেড়েই চলেছে। ভাইরাসে আক্রান্ত হয়ে গেল ২৪ ঘণ্টায় মারা গেছে প্রায় নয় হাজার জন। একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে চার লাখ ২৮ হাজার ৮০১ জন।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, প্রতিদিনের মৃত্যু আর সংক্রমণের শীর্ষে এখন ইন্দোনেশিয়া। করোনায় আক্রান্ত হয়ে রোববার দেশটিতে মারা গেছে এক হাজার ২৬৬ জন। নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে ৩৮ হাজার ৬শ’র বেশি।

রাশিয়ায় করোনায় আক্রান্ত হয়ে একদিনে মারা গেছে ৮শ’ জনের কাছাকাছি। নতুন সংক্রমিত শনাক্তের সংখ্যা ২৪ হাজারের ওপর।

রোববার মৃত্যু কিছুটা কমেছে ব্রাজিলে। এদিন ৫শ’ জনের মতো মৃত্যু হয়েছে ল্যাটিন অ্যামেরিকার দেশটিতে।

এদিন চার শতাধিক মানুষের মৃত্যু হয়েছে ভারতে। নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে ৩৮ হাজারের বেশি।

বিশ্বে কোভিডে মোট আক্রান্তের সংখ্যা ১৯ কোটি ৪৮ লাখের বেশি। মহামারিতে মোট মৃত্যু ছাড়িয়েছে ৪১ লাখ ৭৪ হাজার। আর সুস্থ হয়ে উঠেছে মোট ১৭ কোটি সাড়ে ৬৭ লাখ মানুষ।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন