শ্যামবর্ণা থেকে ধবধবে ফর্সা হওয়ার রহস্য জানালেন কাজল...
ভারতের বিখ্যাত অভিনেত্রী কাজল যখন বলিউডে আসে তখন তিনি শ্যামবর্ণা ছিলেন। অনেকেই এই নায়িকাকে দেখে মুখ বেঁকিয়ে ছিলেন। কিন্তু চোখের চাহনি, অভিনয়ের জোরে শ্যামবর্ণা কাজলই হয়ে ওঠেন বলিউডের মায়াবী কন্যা।
আর শাহরুখের সঙ্গে জুটি বেঁধে ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ ছবির সিমরান তো সব ছেলেদের মনের মতো প্রেমিকা!
তবে সেই আগের কাজলের সঙ্গে এখনকার কাজলের তফাৎ রয়েছে। কেননা, কাজল আর শ্যামবর্ণা নেই। বরং ঝকঝকে ফর্সা হয়ে তাক লাগিয়েছেন। তা হঠাৎ কীসের ম্যাজিকে এমন রূপান্তর!
সম্প্রতি কাজল ফাঁস করলেন এই রূপ রহস্য। সোশ্যাল মিডিয়ায় কাজল একটি ছবি শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে, তার পুরো মুখটাই কালো মাস্কে ঢাকা। তার উপর সানগ্লাস। সেই ছবির ক্যাপশনে কাজল লিখেছেন, ‘যারা রোজ আমাকে জিজ্ঞেস করে, কী ভাবে এত ফর্সা হলাম। তাদেরকে বলতে চাই এই ভাবে।’
কাজল এক সাক্ষাৎকার জানান, ‘রোদকে কখনও পাত্তা দিইনি। বিনা কোনও প্রোটেকশন নিয়ে রোদে ঘুরে বেড়াতাম। যার ফলে ত্বক কালো হয়ে যেত। তবে এখন অনেকটাই সচেতন। নিয়মিত সানস্ক্রিন লাগাই। শুধু তাই নয়, নিয়মিত রূপচর্চা করি। দই ও বেসনের ফেসপ্যাক নিয়মিত ব্যবহার করি। আগের থেকে এখন অনেক বেশি সচেতন।’