আর্কাইভ থেকে ফুটবল

ভূমিকম্পে ক্ষতিগ্রস্থদের সহায়তায় এবার নিলামে মেসির স্বাক্ষরিত জার্সি

ভূমিকম্প বিধ্বস্ত তুরস্ক-সিরিয়া। ইতোমধ্যে মহাকাল কেড়ে নিয়েছে ২৫ হাজার প্রাণ। আকাশে বাতাসে চলছে শোকের মাতম। ভূমিকম্পে ক্ষতিগ্রস্থদের সহায়তায় ক্রিশ্চিয়ানো রোনালদোর পর এবার নিলামে উঠছে লিওনেল মেসির জার্সি।

আর যথারীতি সেই উদ্যোগ নিয়েছেন টার্কিশ ফুটবলার ডেমিরেল। ইতোমধ্যে ক্রীড়াঙ্গন থেকে আরও অর্থ সহায়তা আসছে। অলিম্পিক, উয়েফা, ইংলিশ লিগের ক্লাবগুলো অনুদান দিচ্ছে ক্ষতিগ্রস্থদের সহায়তায়।

মেসির স্বাক্ষরিত জার্সির সঙ্গে ফরাসি বিশ্বকাপজয়ী স্টার কিলিয়ান এমবাপ্পের স্বাক্ষরিত জার্সি নিলামের কথাও জানিয়েছেন ডেমিরেল। সামাজিক যোগাযোগ মাধ্যমে ডেমিরেলের পোস্ট দেখে চুপ থাকেননি কেভিন ডি ব্রুইনা, আর্লিং হালান্ড, হ্যারি কেইনরাও। বাড়িয়ে দিয়েছেন সাহায্যের হাত।

জুনে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল আয়োজনের কথা তুরস্কে। কিন্তু এর আগে এমন মর্মান্তিক ঘটনা। সাহায্যের জন্য হাত বাড়িয়েছে উয়েফাও। ২০ হাজার ইউরো দিচ্ছে দেশটিকে। এগিয়ে এসেছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবগুলোও। এছাড়া অলিম্পিক তহবিল থেকে আইওসি ও তার সহযোগী সংস্থাগুলো এক মিলিয়ন ডলার দেয়ার ঘোষণা দিয়েছে।

 

এ সম্পর্কিত আরও পড়ুন