গাইবান্ধায় বিএনপির গণমিছিল, আওয়ামী লীগের শান্তিপূর্ন সমাবেশ
গাইবান্ধায় সরকারের পদত্যাগ, সংসদ ভেঙ্গে দেয়া, অবাধ নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ গণতন্ত্র পূনরুদ্ধারের ১০ দফা দাবিতে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১১ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গাইবান্ধায় ইউনিয়নে ইউনিয়নে বিএনপির নেতাকর্মীরা গণমিছিল করেন।
গণমিছিলকে ঘিরে শহরের জেলা বিএনপির কার্যালয়ের সামনে বিপুল সংখ্যক পুলিশের উপস্থিতি লক্ষ্য করা গেছে। জেলা ফুলছড়ি উপজেলা বিএনপির সামনে থেকে বিএনপির নেতাকর্মীরা গণমিছিল বের করার সময় পুলিশ বাঁধা দেয়। পরে নেতাকর্মীরা উপজেলা বিএনপি অফিসের সামনেই সরকারের পতনসহ ১০ দফা দাবি তুলে ধরে বক্তব্য দেন।
এছাড়া জেলায় কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ন ভাবে বিএনপির গণমিছিলের কর্মসূচি শেষ হয়েছে। অন্যদিকে আওয়ামীলীগ জেলার বিভিন্ন স্থানে সরকারে উন্নয়ন মূলক কাজ তুলে ধরে শান্তিপূর্ন সমাবেশ করছেন।