আর্জেন্টিনায় যাচ্ছেন অন্তঃসত্ত্বা নারীরা!
সম্প্রতি কয়েক মাসের মধ্যে পাঁচ হাজারের বেশি অন্তঃসত্ত্বা নারী আর্জেন্টিনায় প্রবেশে করেছেন। আর্জেন্টিনা পৌঁছানো নারীরা তাদের গর্ভাবস্থার শেষ সপ্তাহে আছেন। জানিয়েছে দেশটির জাতীয় অভিবাসন সংস্থা।
রোববার (১২ ফেব্রুয়ারি) আন্তর্জাতকি সংবাদ সংস্থা বিবিসি’র এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, গেলো বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) এক ফ্লাইটেই দেশটিতে গেছেন ৩৩ রুশ অন্তঃসত্ত্বা নারী। ধারণা করা হচ্ছে, এসব অন্তঃসত্ত্বা নারী আর্জেন্টিনায় সন্তান প্রসব করে তাদের দেশটির নাগরিক করতে চান। এই কারণে সম্প্রতি আর্জেন্টিনায় যাওয়া রুশ নারীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে।
আর্জেন্টিনার অভিবাসন সংস্থার প্রধান ফ্লোরেন্সিয়া ক্যারিগন্যানো বলেন, বিশ্বজুড়ে তাদের পাসপোর্ট খুবই নিরাপদ। আর্জেন্টিনার পাসপোর্টধারী ১৭১টি দেশে ভিসা ছাড়াই প্রবেশ করতে পারেন। এ ছাড়া সন্তানের আর্জেন্টিনার নাগরিকত্ব থাকলে বাবা-মায়েরাও দ্রুত দেশটির নাগরিকত্ব পান। অন্যদিকে রাশিয়ান পাসপোর্টে মাত্র ৮৭টি দেশে ভিসামুক্ত ভ্রমণ করা যায়।
তিনি বলেন, সমস্যা হলো তারা আর্জেন্টিনা আসে এবং তাদের সন্তানদের আর্জেন্টিনার নাগরিক হিসেবে তালিকাভুক্ত করে আবার চলে যায়।
এদিকে স্থানীয় সংবাদমাধ্যমগুলো রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে এমনটা হচ্ছে বলে দাবি করছে।