রাখির স্বামী বিরুদ্ধে এবার ধর্ষণের অভিযোগ
স্বামীর বিরুদ্ধে পরকীয়া ও সংসারে হিংসার অভিযোগ তুলে এফআইআর দায়ের করেছিলেন রাখি সাওয়ান্ত। সেই অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার হয়েছেন রাখির স্বামী আদিল খান দুরানি। আপাতত পুলিশি হেফাজতে রয়েছেন তিনি। এর মাঝেই আরও এক অভিযোগ উঠল রাখির স্বামীর নামে। আদিল বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সর্ম্পক করছেন এক ইরানীয় মহিলার সঙ্গে । শুধু তাই নয়। তিনি নাকি ধর্ষণও করেছেন তাকে। ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ধারা অনুযায়ী মাইসোরের ভিভি পুরম থানায় আদিলের নামে এফআইআর নথিভুক্ত হয়েছে।
অভিযোগকারিণী ওই মহিলার দাবি, তিনি ও আদিল সম্পর্কে ছিলেন। তার সঙ্গে দীর্ঘসময় শারীরিক সর্ম্পক করেছেন আদিল। কিন্তু বিয়ের কথা উঠতেই বেঁকে বসেন রাখির বর্তমান স্বামী। আদিল জানান, এ রকম শারীরিক সর্ম্পক তার একাধিক নারীর সঙ্গে রয়েছে। শুধু তাই মহিলাকে ভয় দেখাতে শুরু করেন আদিল। তার ব্যক্তিগত ছবি ফাঁস করে দেবেন, এই মর্মে ভয় দেখাতে শুরু করেন। ভারতীয় দণ্ডবিধির ৩৭৬, ৪১৭, ৪২০, ৫০৪ ও ৫০৬ ধারায় এফআইআর দায়ের করা করা হয় আদিলের বিরুদ্ধে।
স্বামী জেলবন্দি হওয়ার পরেও তার বিরুদ্ধে একের পর এক অভিযোগ জানিয়েছেন রাখি। আদিলের আগের একাধিক বিয়ের কথা জানতে পেরেছেন বলেই দাবি রাখির। সম্প্রতি সংবাদমাধ্যমের সামনে কান্নায় ভেঙে পড়ে রাখি বলেন, ‘১৪ ফেব্রুয়ারি প্রেম দিবস আসছে, কিন্তু আমার মন ভেঙে গিয়েছে।’ পাশপাশি রাখি জানান, দেশের আইনের উপর আস্থা রয়েছে তার। আদিল তার সঙ্গে প্রতারণার শাস্তি নিশ্চয়ই পাবেন।