এলিমেনেশন ম্যাচে শামীমের অর্ধশতকে জয়ের দিকে রংপুর
বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে প্লে-অফ পর্বের খেলা শুরু হয়েছে আজ। এলিমেনেশন ম্যাচে মুখোমুখি হয়েছে রংপুর রাইডারস বনাম ফরচুন বরিশাল। টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৭০ রান সংগ্রহ করেছে বরিশাল।
১৭১ রানের লক্ষ্যে ব্যাট করতে প্রথম ওভারেই উইকেট হারায় রংপুর। খালি হাতে ফিরে যান নাঈম শেখ। ওপেনিং ওভারে মেডেন উইকেট পান সাকিব আল হাসান। দুই ওভার শেষে ১ উইকেট হারিয়ে রংপুরের রান দাঁড়ায় ২। তৃতীয় ওভারে এসেই সেই চাপ থেকে দলকে বেড় করে আনেন শামীম পাটোয়ারি ও রনি তালুকদার।
১২ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১০৮ রান সংগ্রহ করেছে রংপুর। ৩৬ বলে ৫০ করে রংপুরকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন শামীম হোসেন পাটোয়ারি।