আর্কাইভ থেকে আইন-বিচার

পিকে হালদার ইস্যু : বাংলাদেশ ব্যাংকের ৩৯৪ কর্মকর্তার তালিকা আদালতে

পিকে হালদার ইস্যুতে বাংলাদেশ ব্যাংকের ১০ বছরে কর্মরত ৩৯৪ কর্মকর্তাদের তালিকার প্রতিবেদন হাইকোর্টে জমা দেয়া হয়েছে। এই প্রতিবেদনের ওপর শুনানির জন্য সময় চেয়েছে হাইকোর্ট।

আজ সোমবার (১৫ ফেব্রুয়ারি) বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মোহাম্মদ মহিউদ্দিন শামীমের হাইকোর্ট বেঞ্চে এই প্রতিবেদনের উপর শুনানি হবে।

এর আগে গেলো ২১শে জানুয়ারি পিকে হালদার কাণ্ডে আর্থিক প্রতিষ্ঠান লুটপাট ও অর্থ পাচারের বিষয়টি উদঘাটনে ব্যর্থ বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের নামের তালিকা চেয়েছেন হাইকোর্ট। বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে এ তালিকা দাখিল করতে বলা হয়েছে।

২০০৮ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের তিনটি বিভাগের কর্মকর্তার কেন আর্থিক প্রতিষ্ঠান লুটপাট ও অর্থ পাচারের বিষয়টি উদঘাটনে ব্যর্থ হলো সেটা আমাদের জানতে হবে। দায়িত্বে থেকে কাজ করবে না সেটা করার সুযোগ নাই।

পিকে হালদার সিন্ডিকেট কয়েকটি আর্থিক প্রতিষ্ঠান থেকে সাড়ে তিন হাজার কোটি টাকা লুটপাট করে বর্তমানে বিদেশে পলাতক রয়েছে।

শুভ মাহফুজ

এ সম্পর্কিত আরও পড়ুন