আর্কাইভ থেকে দেশজুড়ে

উখিয়ায় প্রবল বর্ষণে ৪০ গ্রাম প্লাবিত, পানি বন্দী ২ হাজার পরিবার

কক্সবাজারের উখিয়ায় গত ২ দিন ধরে প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে ৪০ গ্রাম প্লাবিত হয়েছে। আর পানি বন্দী হয়ে পড়েছে প্রায় ২ হাজার পরিবার। ঝড়ে ২০টি কাচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এদিকে পানির প্রবল স্রোতে গ্রামীণ সড়কগুলো চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে।

গেল মঙ্গলবার (২৭ জুলাই) বিকেলে পালংখালী ইউনিয়নসহ কয়েকটি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ।

সরজমিন পরিদর্শনে দেখা যায় , উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের রুমখা চৌধুরী পাড়া , ধুরমখালী, নাপিত পাড়া, গোরাইয়ার দ্বিপ, উত্তর বড়বিল, পাতাবাড়ি, রত্না পালং ইউনিয়নের সাদৃকাটা, পশ্চিম রত্না, ভালুকিয়া পালং, গয়াল মারা, চাকবৈটা, তুলাতুলি, থিমছড়ি, জালিয়া পালং ইউনিয়নের জুম্মা পাড়া, পাইন্যাশিয়া, চর পাড়া, সোনার পাড়া, সোনাইছড়ি, ইনানী, মনখালী, রাজা পালং ইউনিয়নের তুতুরবিল, পিনজিরকুল, সিকদার বিল, মালভিটা, ফলিয়া পাড়া, হারাশিয়া, টাইপালং, দরগাহবিল, পুকুরিয়া, মাছকারিয়া, কুতুপালং ও পালংখালী ইউনিয়নের বালুখালী, থাইংখালী, আনজুমান পাড়া, রহমতের বিল ও পালংখালীসহ ৪০ গ্রাম প্লাবিত হয়েছে। এতে শত শত বসত ঘরে পানি ডুকে পড়েছে।

পালংখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী জানান, অসংখ্য চিংড়ি ঘেরে পানি ডুকে তলিয়ে গেছে। এতে করে লাখ লাখ টাকার মাছ পানিতে ভেসে গেছে।

উখিয়া উপজেলা কৃষি বিভাগ জানান, ৫টি ইউনিয়নের আমন চাষে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে পালংখালী ইউনিয়নের ২নং ওয়ার্ডের বালুখালী শিয়ালিয়া পাড়ায় হানিফের ছেলে ইউনুস ও বক্তার আহমদের কন্যা শাহীনা আক্তারের বসতবাড়ি প্রবল বর্ষণে পাহাড় ধসে বিধ্বস্ত হয়েছে।

শেখ সোহান

এ সম্পর্কিত আরও পড়ুন