আর্কাইভ থেকে দেশজুড়ে

লকডাউনে বিয়ের আয়োজন, জরিমানা গুনতে হলো বর-কনের অভিভাবকদের

লকডাউন অমান্য করে বিয়ের আয়োজন করায় পিরোজপুরের কাউখালীতে বর-কনের বাবাকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৮ জুলাই) দুপুরে উপজেলার আমরাজুড়ি ইউনিয়নের আশোয়া আমরাজুড়ি গ্রামে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। কাউখালী থানা পুলিশের সহোযগিতায় কাউখালীর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাত আরা তিথি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

আমরাজুড়ি ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) আল-আমিন বলেন, বুধবার দুপুরে কনের বাবার বাড়িতে অনুষ্ঠান চলছিল। খবর পেয়ে বিয়েবাড়িতে উপস্থিত হন নির্বাহী ম্যাজিস্ট্রেট। কিন্তু লকডাউনের মধ্যে বিয়ের আয়ােজন করায় বরের ও কনের বাবাকে তিন হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাত আরা তিথি বলেন, লকডাউনে বিধিনিষেধ অমান্য করে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করায় বর-কনের বাবাকে বাবাকে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে। বিয়ের অনুষ্ঠান বন্ধ করে বর পক্ষকে বাড়িতে পাঠিয়ে দেয়া হয়।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন