আর্কাইভ থেকে ফুটবল

কোভিড ফান্ডের সর্বোচ্চ টাকা পাচ্ছে বাফুফের উইমেন্স উইং

করোনাকালে এক লিগ আয়োজন করেই ফিফা কোভিড ফান্ডের সর্বোচ্চ কোটি টাকার বেশি পাচ্ছে বাফুফের উইমেন্স উইং। অথচ প্রথম কিস্তিতে আসা ৪ কোটি টাকার মধ্যে জাতীয় দলের জন্য তেমন কোন অর্থ বরাদ্দ নেই বাফুফের।

একদিনের ব্যবধানে কোভিড ফান্ড ছাড়ের সুখবর দিলো ফুটবল ফেডারেশন। সাথে আছে চমক।

ফিফার নির্দেশনা অনুযায়ী খরচের খাত নির্বাচন করবে স্থানীয় সংস্থা। বাফুফে তাই করেছে, যেখানে সভাপতি কোটি টাকার বরাদ্দ দিয়েছেন নারী ফুটবলের জন্য। অংকটা ১ কোটি ২২ লাখ ৬০ হাজার টাকা।

সদ্য শেষ হওয়া নারী লিগ আর আসন্ন জাতীয় চ্যাম্পিয়নশিপের সব খরচ এখান থেকে তুলে নেয়ার পরিকল্পনা উইমেন উইং-এর।

৫ লাখ টাকা করে পাবে পেশাদার লিগের ক্লাবগুলো। চ্যাম্পিয়নশিপ লিগের দলগুলো ৩ লাখ, তৃতীয় বিভাগের ক্লাব, বিভাগীয় ও জেলা ফুটবল আসোসিয়েশনগুলো পাবে ১ লাখ টাকা করে। জাতীয় দলের জন্য নামেমাত্র বরাদ্দ।

তিন মাস ধরে দেশের বাইরে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ। টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলির সাথে জামাল, জনিদের ভাবনার ভার এখন কাজী সালাউদিনের। গুঞ্জন হেড কোচ জেমি ডের কার্যক্রমও খোদ সভাপতি দেখভাল করেন।

করোনার অযুহাতে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজনের পরিকল্পনাও ভেস্তে গেলেও ক্রিকেটে ঠিকই চলছে দ্বিপাক্ষিক সিরিজ। বৃহস্পতিবার তার ধারাবাহিকতায় আসছে অস্ট্রেলিয়া দল।

এস

এ সম্পর্কিত আরও পড়ুন