আর্কাইভ থেকে বাংলাদেশ

ভারতে বিরল প্রজাতির কচ্ছপ; রং পুরোপুরি হলুদ!

ভারতে বিরল প্রজাতির কচ্ছপ; রং পুরোপুরি হলুদ!

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের খেজুরি থেকে একটি বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার করা হয়েছে। সকালে এক মৎস্যজীবীর জালে এটি ধরা পড়ে। কচ্ছপটির রং পুরোপুরি হলুদ। একে বনবিভাগের হাতে তুলে দেওয়া হয়েছে। কচ্ছপটি অ্যালবিনো প্রজাতির কচ্ছপ হতে পারে বলে অনুমান করা হচ্ছে।

ভারতীয় গণমাধ্যম জি নিউজ জানায়, খেজুরির তালপাটিঘাট কোস্টাল থানা এলাকার খেজুরি গ্রামে মাছ ধরছিলেন সুবিমল বেরা। তার মাছ ধরার জালেই ধরা পড়ে কচ্ছপটি।

হলুদ রংয়ের কচ্ছপ পাওয়ার খবর ছড়িয়ে পড়তেই বিকেলে সুবিমলবাবুর বাড়িতে ভিড় জমাতে থাকে স্থানীয়রা। পরে খেজুরি বনবিভাগের সঙ্গে যোগাযোগ করা হয়। কচ্ছপটিকে সুরক্ষিত রাখার জন্য সংগ্রহ করে নিয়ে যান বন বিভাগের আধিকারিক প্রফুল্ল কুমার বাগদি।

কয়েক বছর আগে, এই প্রজাতির কচ্ছপ উদ্ধার করে সিন্ধুর এক বাসিন্দা। পরে গেল বছর এই বিরল প্রজাতির কচ্ছপ পান ওড়িশার বালাসোর জেলার এক গ্রামের বাসিন্দাও। সমুদ্র সৈকতে ভেসে এসেছিল কচ্ছপটি।

কয়েক বছর আগে পর্যন্ত গ্রাম বাংলায় এই প্রজাতির কচ্ছপ দেখা যেত না। অবশ্য, ইদানীং কয়েক মাস পরপর উদ্ধার হচ্ছে হলুদ কচ্ছপ।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন ভারতে | বিরল | প্রজাতির | কচ্ছপ | রং | পুরোপুরি | হলুদ