উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হয়েছে আজ। এবার পাসের হার ৫৮ দশমিক ৮৩ ভাগ। জিপিএ ৫ পেয়েছে ৬৯ হাজার ৯৭ জন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১০টায় দেশের শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট সব পরীক্ষাকেন্দ্র, শিক্ষাপ্রতিষ্ঠান ও এসএমএসের মাধ্যমে এই ফলাফল প্রকাশ করা হয়।
এবার ঢাকা বোর্ডের পাশের হার ৬৪.৬২ শতাংশ, কুমিল্লা বোর্ডের ৪৮.৮৬ শতাংশ, যশোর বোর্ডের ৫০.২০ শতাংশ, সিলেট বোর্ডে ৫১.৮৬ শতাংশ রাজশাহী বোর্ডে ৫৯.৪০ শতাংশ, দিনাজপুর বোর্ডে ৫৭.৪৯ শতাংশ, বরিশাল বোর্ডে ৬২.৫৭ শতাংশ রবং ময়মনসিংহ বোর্ডে ৫১.৫৪ শতাংশ।
মাদরাসা বোর্ডের পাশের হার ৭৫.৬১ শতাংশ ও কারিগরি বোর্ডের ৬২.৬৭ শতাংশ। এবার শতভাগ শীক্ষার্থী পাশ করেছে ৩৪৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে। এছাড়া ২০২টি শিক্ষাপ্রতিষ্ঠানের একজন শিক্ষার্থীও পাস করেনি।
এবছর ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় এবার সারা দেশে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী কমেছে। ২০২৪ সালে জিপিএ-৫ পেয়েছিলেন ১ লাখ ৪৫ হাজার ৯শ’১১ জন। এবছর পেয়েছেন ৬৯ হাজার ৯৭ জন। সেই হিসাবে এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ৭৬ হাজার ৮শ’১৪ জন।
ফল জানবেন যেভাবে
অনলাইনে: www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে গিয়ে বোর্ড, রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফলাফল দেখা যাবে।
প্রতিষ্ঠান থেকে: পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান বা কেন্দ্র থেকেও ফল জানতে পারবেন।
এসএমএসে: মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে — HSC <স্পেস> বোর্ডের প্রথম তিন অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> বছর এবং পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।
এছাড়া, ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন নেওয়া হবে ১৭ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত। শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন — https://rescrutiny.eduboardresults.gov.bd এই ঠিকানায়।
এমএ//