ঢাকা কলেজ এবং আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা আবারও সংঘর্ষে জড়িয়েছে, যা রাজধানীর যান চলাচলে বিঘ্ন সৃষ্টি করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সাইন্সল্যাব এলাকায় কাজ করছেন।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে সায়েন্সল্যাব মোড়ে দুই কলেজের শিক্ষার্থীরা ধাওয়া-পাল্টাধাওয়া করে। জানা যায়, পুলিশ সড়কের মাঝখানে অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। মিরপুর সড়কের নিউমার্কেট অংশে ঢাকা কলেজের উচ্চমাধ্যমিক শিক্ষার্থীরা অবস্থান করছে, আর গ্রিনরোড অংশে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা।
পুলিশ জানিয়েছে, সংঘর্ষের মূল কারণ হলো গতকাল বুধবার কলেজ ছুটির পর ঢাকার এক উচ্চমাধ্যমিক শিক্ষার্থীকে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা মারধর করে। এতে তার মাথা ফেটে যায় এবং তাকে হাসপাতালে ভর্তি হতে হয়। আজ আহত শিক্ষার্থী মাথায় ব্যান্ডেজ নিয়ে কলেজে আসার পর সহপাঠীরা ঘটনাটি জেনে উত্তেজিত হয়ে আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সাইন্সল্যাব এলাকায় ধাওয়া দেয়। সংঘর্ষ চলাকালে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের দুইটি পরিবহন — বিজয় ৭১ ও শঙ্খনীল বাস — ভাঙচুর করে।
প্রসঙ্গত, মাত্র এক মাস আগে নিউমার্কেট থানার মাধ্যমে দুই কলেজের মধ্যে উত্তেজনা কমানোর উদ্দেশ্যে ‘শান্তি চুক্তি’ হয়েছিল। সেই অনুষ্ঠানে শিক্ষার্থীরা হাতে গোলাপ নিয়ে একে অপরকে বরণ করে নেয় এবং মুখে বন্ধুত্বের স্লোগান দিয়েছিল, সংঘর্ষে না জড়ানোর অঙ্গীকার স্বাক্ষর করেছিল।
গত ৯ নভেম্বর ঢাকা কলেজের শহীদ আ ন ম নজীব উদ্দিন খান খুররম অডিটরিয়ামে অনুষ্ঠিত বৈঠকে দুই কলেজের শিক্ষার্থীরা প্রতীকীভাবে একে অপরকে গোলাপ উপহার দিয়েছিল। সভায় উপস্থিত ছিলেন দুই কলেজের অধ্যক্ষ, শিক্ষক ও নিউমার্কেট থানার পুলিশ কর্মকর্তারা। কিন্তু তিন মাসও অঙ্গীকার স্থায়ী হয়নি এবং আজ পুনরায় দুই কলেজের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়েছে।
এর আগে, গত বছরের ৯ ডিসেম্বর মঙ্গলবার ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালের বিপরীতে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।
এসি//