মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পই কেবল জানেন সিরিয়াস ইস্যু নিয়ে বক্তব্য দেয়ার সময়ও কিভাবে মজা করে সামনে বসে থাকা মানুষগুলোর বিরক্তি নিমিষেই উড়িয়ে দেয়া যায়।
বুধবার (২১ জানুয়ারি) সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে বক্তৃতা দেয়ার সময় ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর অ্যাভিয়েটর সানগ্লাস পরা নিয়ে উপহাস করেছেন তিনি।
ট্রাম্প যেনো ফরাসি প্রেসিডেন্টকে নিয়ে খুবই চিন্তিত এমন ভঙ্গিতে বলেন, “আমি তাকে গতকাল দেখেছি, সেই সুন্দর সানগ্লাসগুলো পরে। হঠাৎ কী হলো তার?”
সামাজিক যোগাযোগমাধ্যমেও ম্যাক্রোঁর এই চেহারা নিয়ে মিমসের ঝড় বইছে। কেউ তাকে প্রশংসা করেছেন “টপ গান” লুকে, আবার কেউ সমালোচনা করেছেন।
তবে ম্যাক্রোঁর অফিস জানিয়েছে, তার চোখে রক্তনালী ফেটে যাওয়ার কারণে তিনি ভেতরে বক্তৃতার সময় কালো, প্রতিফলিত সানগ্লাস ব্যবহার করেছিলেন।
ফোরামের এক দিন আগে, ম্যাক্রোঁ তার বক্তৃতায় গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের কাছে বিক্রির হুমকি ও ফ্রান্সের উপর শুল্ক নীতি নিয়ে মন্তব্য করেছেন।
তিনি বলেন, ইউরোপের উপর চাপ দিয়ে ফরাসি ওয়াইন ও শ্যাম্পেইনের ওপর নতুন শুল্ক আরোপ করা “মৌলিকভাবে অগ্রহণযোগ্য।”
ম্যাক্রোঁ প্রতিশ্রুতি দিয়েছেন যে ফ্রান্স “গুন্ডামিকারীদের” বিরুদ্ধে রুখে দাঁড়াবে। এর প্রতিক্রিয়ায়, ট্রাম্প বুধবার ইউরোপ এবং তার নেতাদের কঠোর সমালোচনা করেন।
এছাড়াও, তিনি স্পষ্ট করে দিয়েছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র আর্কটিক দ্বীপ গ্রিনল্যান্ডে তার প্রভাব বাড়াতে চায়, যদিও ন্যাটো নেতারা সতর্ক করে বলেছেন, ট্রাম্পের গ্রিনল্যান্ড কৌশল জোটের স্থিতি ঝুঁকিপূর্ণ করতে পারে।
এসি//