জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠনের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে ট্রাইব্যুনাল এ আদেশ দেন।
অন্য আসামিরা হলেন— আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগ সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান।
এর আগে গেল ১৮ জানুয়ারি মামলাটির অভিযোগ গঠন বিষয়ে প্রসিকিউশন ও আসামিপক্ষের শুনানি শেষে আদেশের জন্য আজকের দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। সেদিন রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন প্রসিকিউটর মিজানুল ইসলাম ও গাজী এমএইচ তামিম।
শুনানিকালে প্রসিকিউশন আসামিদের ব্যক্তিগত দায় তুলে ধরে আদালতে যুক্তি উপস্থাপন করেন। তারা ওবায়দুল কাদেরের বিরুদ্ধে আনা তিনটি নির্দিষ্ট অভিযোগও পাঠ করে শোনান। পাশাপাশি জুলাই–আগস্টের আন্দোলনের সময় আন্দোলনকারীদের হত্যা, সহিংসতায় উসকানি এবং প্ররোচনার অভিযোগে তাদের বিরুদ্ধে বিচার শুরুর আবেদন জানান প্রসিকিউটররা।
এ আদেশের মধ্য দিয়ে আলোচিত এ মামলার আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু হওয়ার পথ আরও এক ধাপ এগিয়ে গেল।
এমএ//