কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে নুরামিন (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার কাশিপুর ইউনিয়নের শ্যামপুর এ দুঘটনা ঘটে। নিহত যুবক ওই গ্রামের আফজাল হোসেনর ছেলে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, বাবা-মা দু’জনেই আত্ময়ীদের বাড়ীতে যাওয়ায় সোমবার রাতে ওই যুবক সেচ পাম্প দিয়ে মরিচ ক্ষেতে পানি দিতে ঘরের মধ্যে বিদ্যুৎসংযোগ দিতে গিয়ে বিদ্যুতস্পৃষ্টে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মঙ্গলবার সকালে স্থানীয়রা ঘরের মধ্যে নিহত যুবকের লাশ মাটিতে পড়ে থাকতে দেখলে ফুলবাড়ী থানায় খবর দেয়। পরে পুলিশ এসে লাশ সুরতহাল করে লাশ দাফনের অনুমতি দেয়।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজীব কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
রাইদুল শুভ