আর্কাইভ থেকে ফুটবল

মার্চে ত্রিদেশীয় সিরিজ খেলবেন জামাল ভূঁইয়ারা

মার্চে ত্রিদেশীয় সিরিজ খেলবেন জামাল ভূঁইয়ারা
মার্চের ফিফা উইন্ডোতে সেশেলস ও ব্রুনেইয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলাবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ত্রিদেশীয় সিরিজ খেলার পরিকল্পনা আগেই নিয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। যার লক্ষ্যে গত মাসে অন্তত ১০টি দেশের সঙ্গে যোগাযোগও করা হইয়েছিল। শেষ পর্যন্ত বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক ম্যাচ খেলতে রাজি হয় সেশেলস ও ব্রুনেই। আগামী ২২, ২৫ ও ২৮ মার্চ সিলেট জেলা স্টেডিয়ামে ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে। সিরিজে প্রতিটি দল দুটি করে ম্যাচ খেলবে। থাকছে না কোনো ফাইনাল, পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দল হবে চ্যাম্পিয়ন। প্রতিটি ম্যাচই স্বীকৃতি পাবে ফিফার টায়ার-১ ম্যাচের। আজ সোমবার (১৩ ফেব্রুয়ারি) জাতীয় দল কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান ও বাফুফের সহসভাপতি কাজী নাবিল আহমেদ জানান, ‘বাংলাদেশ ত্রিদেশীয় ফুটবল সিরিজ আয়োজন করবে। সেখানে ব্রুনেই ও সেশেলস অংশগ্রহণ করবে। সিলেটে ম্যাচ আয়োজনের জন্য আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছি।’ জামাল ভূঁইয়ারা সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিল গত বছরের সেপ্টেম্বর মাসে। নেপালের সঙ্গে সেই ম্যাচে বাংলাদেশ হেরেছিল ৩-০ গোলের ব্যবধানে।  

এ সম্পর্কিত আরও পড়ুন মার্চে | ত্রিদেশীয় | সিরিজ | খেলবেন | জামাল | ভূঁইয়ারা