আর্কাইভ থেকে ইউরোপ

ফ্রান্সে গোলাপী রঙা জোড়া পান্ডা শাবকের জন্ম

ফ্রান্সে গোলাপী রঙা জোড়া পান্ডা শাবকের জন্ম

ফ্রান্সের বেওভাল চিড়িয়াখানায় যমজ শাবকের জন্ম দিয়েছে একটি জায়ান্ট পান্ডা।, সোমবার হুয়ান হুয়ান নামের পান্ডাটি শাবক দুটির জন্ম দেয় বলে জানিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। তবে শাবক দুটি ছেলে নাকি মেয়ে তা এখনো জানানো হয়নি। জন্মের সময় বাচ্চা দুইটির ওজন ছিল ১৪৯ গ্রাম এবং ১২৯ গ্রাম।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, চিড়িয়াখানার একটি বিবৃতিতে জানানো হয়েছে শাবক দুইটি বেশ প্রাণবন্ত, গোলাপী রঙের এবং মোটা হয়েছে। পান্ডা প্রজনন করতে পান্ডাদের বন্দী এবং বন্য পরিবেশ এই দুইটি দেওয়া বেশ কঠিন হয়ে যায়।

ফ্রান্সের চিড়িয়াখানা জানিয়েছে, হুয়ান হুয়ানকে চীন থেকে নিয়ে আসা হয়েছিল। শুধু তাই নয় ফ্রান্সে জন্ম নেওয়া প্রথম পান্ডা ইউয়ান মেং কেও জন্ম দিয়েছিল এই চীনা পান্ডা।

এর আগে, ২২ জুন জাপানের টোকিওর উয়েনো চিড়িয়াখানায় জায়ান্ট পান্ডা শিন শিন যমজ শাবকের জন্ম দেয়। চার বছর পর ওই চিড়িয়াখানায় কোনো পান্ডা শাবকের জন্ম হয়েছে।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন ফ্রান্সে | গোলাপী | রঙা | জোড়া | পান্ডা | শাবকের | জন্ম